আইন-শৃঙ্খলা সভায় শায়েস্তাগঞ্জ থানার ওসির অপসারণ দাবি

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরির ঘটনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল সভার এক পর্যায় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তাঁরা বলছেন, সিরিজ ঘটনার পরও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোন তৎপরতা দেখা যায়নি। ফলে দুর্বৃত্তরা চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি করে যাচ্ছে।
গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যর্থতাকে দায়ী করে বক্তারা তার অপসারণ চান। তারা বলছেন, এভাবে চলতে থাকলে সারা জেলায় স্প্রে পার্টি ছড়িয়ে পড়বে।
সভায় সিদ্ধান্ত হয়, শহর ও মহাসড়কের বিভিন্ন মোড়ে টানানো ব্যানার ও ফেস্টুন আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। এছাড়া শহরের যানজট নিরোসনের প্রশাসন ও পৌরসভার যৌথ সমন্বয়ে অভিযান করা হবে বলে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *