স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে নদ-নদীর পানি। ফলে কাটছে আকস্মিক বন্যার শঙ্কাও।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়; তবে এর আগের ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৪ মিলিমিটার।
গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চুনারুঘাটের বাল্লা অংশে খোয়াই নদীর পানি মাপা হয়েছে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচে। এ সময়ে জেলা শহর অংশে নদীর পানি ছিল ২৮৫ সেন্টিমিটার নীচে।
এর আগে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নীচে ছিল।
এছাড়া গতকাল এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কালনী এবং কুশিয়ারা নদীর হবিগঞ্জ অংশে পানির অবস্থান বিপদসীমার ১৪ সেন্টিমিটার নীচে রয়েছে। সেখানে আগের ২৪ ঘন্টায় আরও বেশি পানি ছিল।
এ তথ্য নিশ্চিত করে পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ খোয়াইকে বলেন, “আগের দিনের তুলনায় হবিগঞ্জের নদ-নদীতে পানির প্রবাহ কম রয়েছে। এ সময়ে নদীর পানি বাড়বে-কমবে এটাই স্বাভাবিক। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পানি বেড়ে আকস্মিক বন্যার শঙ্কাও অনেকটা কমেছে।”