আবুল কালাম আজাদ, চুনারুঘাট ॥ মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে আনা হচ্ছে। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় প্রয়াতের মরদেহ দেশে পৌছাবে বলে জানিয়েছে জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি। তবে তার নিজ বাড়ি চুনারুঘাট কিংবা হবিগঞ্জে মরদেহ আনা হবে কিনা তা এখনো জানা যায়নি। শেষকৃত্যে যোগ দিতে আগের দিনই প্রয়াতের সন্তানরা ঢাকায় আসছেন বলে জানা যায়। চুনারুঘাটবাসী প্রয়াত সি আর দত্তের মরদেহ চুনারুঘাটে তার নিজ বাড়ি মিরাশীতে অল্প সময়ের জন্য হলেও আনার দাবি জানিয়েছেন।
প্রয়াত জাতীয় বীর সি আর দত্তকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি।
গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সযোগে এবং কানাডা প্রবাসী মেঝ মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস এয়ারলাইন্সযোগে আগামী সোমবার ঢাকায় এসে পৌঁছাবেন।
জেনারেল দত্তের মরদেহ পরিবারের সঙ্গে আনার চেষ্টা চলছে। তবে, তা সম্ভব না হলে এমিরেটস এয়ারলাইন্সের পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচের বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন।