মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবাকে জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াআব্দা গ্রামের সদ্য লেখাপড়া বাদ দেওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীর সাথে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের আজর রহমান নামে যুবকের বিয়ে ঠিক হয়। আয়োজন ছিল জাকজমকপূর্ণ। যথা নিয়মে গতকাল দুপুরে মেয়েটির বাড়িতে বরপক্ষ আসে। তখন চলছিল প্রীতিভোজের আয়োজন।
এরই মাঝে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় কাগজপত্র যাচাইয়ের পর প্রমাণ হয় কনে অপ্রাপ্ত বয়স্ক। তখন বিয়েটি বন্ধ করে দেন তিনি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়েটির বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উত্তম কুমার দাশ দৈনিক খোয়াইকে জানিয়েছেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েটি স্থানীয় মিয়া ধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। সম্প্রতি সে লেখাপড়া ছেড়ে দেয়। বাল্য বিয়ে বন্ধ করার পাশাপাশি জরিমানার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।