আজমিরীগঞ্জে ৭ বীর মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস

শেষ পাতা

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৭ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাবেন একতলা সরকারি বাড়ি। মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে এই বাড়ি উপহার দেয়া হচ্ছে।
জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার ১২০ জন ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এদের থেকে ৬ পার্সেন্ট হিসেবে ৭ জন মুক্তিযোদ্ধাকে বাড়ি দেয়া হবে। এরই মাঝে ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন ৩৯ জন। এখান থেকে যাচাই-বাছাই করে ৭ জনকে সনাক্ত করা হবে।
নির্মিতব্য বাড়িগুলোর নাম দেয়া হবে ‘বীর নিবাস’। ৯শ’ বর্গফুট আয়তনের একতলা বাড়িটিতে তিনটি শয়নকক্ষসহ পাঁচটি কক্ষ থাকবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান খান দৈনিক খোয়াইকে জানান, আবেদন পেয়ে আমরা পরিদর্শনে নেমেছি। আবেদনকারীদের থেকে যারা প্রকৃত অস্বচ্ছল তারাই ঘর পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *