স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সভায় বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ পরিকল্পনা সফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সম্মিলিত কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা ভূমি অফিস, পৌরসভা অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে বিকাল সাড়ে ৩টায় আজমিরীগঞ্জ এবিসি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আজমিরীগঞ্জ ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ক্লাসের স্টুডিও উদ্বোধন করেন তিনি।
আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে কুশিয়ারা গুচ্ছগ্রাম পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ক তালিকাভুক্ত ভূমিহীনরা এখানে ঘর পাবেন। ক তালিকাভুক্ত ছাড়া কেউ ঘর পাবার সুযোগ নেই। যারা পাননি পরবর্তীতে আরেকটি গুচ্ছগ্রামের প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে এবং প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আজমিরীগঞ্জ পরিদর্শন শেষে জেলা প্রশাসন আয়োজিত আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন চেক বিতরণ অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন তিনি। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন তিনি।