স্টাফ রিপোর্টার ॥ ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৭ দফা দাবি নিয়ে শ্রমিক আন্দোলন শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে আরএফএল কারখানার প্রতিষ্ঠানের অভ্যন্তরীন রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়।
শ্রমিকরা শিল্পগ্রুপের একটি ট্রাক আটকে রেখে দাবি আদায়ে নানা শ্লোগান দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। দিনভর আন্দোলন শেষে বিকালে মালিকপক্ষের সাথে শ্রমিক নেতারা বৈঠকে বসেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া খোয়াইকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মালিক-শ্রমিক বৈঠক হয়। তবে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।
আন্দোলনের ৭ দফা:
শ্রমিকের বেতন ১২ হাজার টাকা; চাকুরীরত অবস্থায় আহত বা নিহত হলে মালিকপক্ষের অধীনে চিকিৎসা প্রদান ও অনুদান প্রদান; রাষ্ট্রীয় সকল ছুটির দিনে শ্রমিকদের ছুটি দেওয়া; যে কোন সময় শ্রমিককে চাকুরী থেকে বের করে না দেওয়া; প্রোডাকশন বোনাস, হাজিরা বোনাস ও নাইট বোনাস দেওয়া; কোম্পানির নতুন নিয়ম অনুযায়ী ডিপিএস থেকে চাকরি শেষে যত টাকা হবে তার দ্বিগুণ প্রদান করা এবং কোম্পানি দেওয়া এক বেলার খাবার মানসম্মত করা।