মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসছেন দেশী ও প্রবাসী প্রার্থীরা। তারা বিভিন্ন কৌশলে প্রচারণা করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আজ প্রকাশিত হয়েছে ১৩নং পানিউমদা ইউনিয়ন এর হালচাল।
ইউনিয়নের ইতিহাস ঃ নবীগঞ্জ উপজেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত ও দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনা। বাঁশ ও গাছে ঘেরা এ পরগনার অন্যতম ইউনিয়ন পানিউমদা ইউনিয়ন। এখানে রয়েছে পাহাড় টিলাসহ ঐহিত্যবাহী নানাস্থান। আছে চা-বাগান, রাবার বাগানসহ অনেক কৃষি প্রকল্প। এই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার।
ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে পর্যায়ক্রমে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আহম্মদ চৌধুরী, এটিএম ফজলুল হক, সুবেদার জহুরুল ইসলাম, ইজাজুর রহমান, আব্দুর রহমান। বর্তমানে দায়িত্বে আছেন ইজাজুর রহমান।
ইজাজুর রহমান বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর মানুষের ভালোবাসায় আরো দায়িত্ব বেড়ে যায়। যার জন্য আমি চেষ্টা করেছি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে। তাই আমাকে বার বার তারা নির্বাচিত করেন।
ইজাজুর রহমান নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আগামী নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি এবং আবারো বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী।
এছাড়াও পাহাড়ি জনপদ খ্যাত পানিউমদা ইউনিয়নে এবার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, যুবলীগ নেতা মুহিবুল হাসান মামুন, যুবলীগ নেতা অনু আহমেদ এর। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।