ইউনিয়নে কাজী নিয়োগ না দেওয়ায় জনদুর্ভোগ

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নে কাজী নিয়োগ না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ফলে ইসলাম ধর্মাবলম্বী যে কারো বিয়ে অনুষ্ঠান করার জন্য দৌঁড়াতে হচ্ছে অন্য ইউনিয়নের কাজী অফিসে। ভুক্তভোগীরা সেখানে শিগগিরই একজন কাজী নিয়োগের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের কাজী মকসুদ আলী ২০২১ সালে মৃত্যুবরণ করেন। এরপর ২০২২ সালের ১৪ এপ্রিল কাজী নিয়োগের বিজ্ঞপ্তি দেন তৎকালীন সাবরেজিস্টার মস্তুফা মোঃ ইসমত পাশা।
কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ মাস অতিক্রান্ত হলেও স্থায়ী নিয়োগ না দেওয়ায় এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা সাবরেজিস্ট্রার মোঃ জাকির হোসেন বলেন, “আমি বেশিদিন হয়নি এ উপজেলায় পদায়ন হয়েছি। এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শক্রমে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *