ঈদে হবিগঞ্জের শপিংমলগুলোতে টহল জোরদারের নির্দেশনা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল আযহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার শপিংমলগুলোতে টহল জোরদারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি। গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপার তাঁর সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
তিনি বলেন, কেউ যেন অজ্ঞান পার্টি অথবা মলম পার্টির কবলে না পরে সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগকে।
ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে গরুর বাজারে ও শপিংমলে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা লাগানো আছে। প্রতিটি কোরবানীর হাটে গোয়েন্দা তৎপরতা জোরদার হয়েছে বলেও পুলিশ সুপার জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মোঃ শামসুল হক, পলাশ রঞ্জন দে, মোঃ খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার আবুল খায়ের ও নির্মলেন্দু চক্রবর্তীসহ ব্যবসায়ীবৃন্দ এবং ৯টি থানার ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *