এস এম খোকন ॥ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত বগি, বাগাহাতা ও গাজীপুর গ্রামের বাসিন্দাদের মাঝে দীর্ঘদিন যাবত চলে আসা বিরোধ নিস্পত্তি হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করা হয়। সালিশ বৈঠকের শুরুতে সভাপতি উভয় পক্ষের লোকজনের জবানবন্দী ও স্বাক্ষী নেন। পরে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর প্রস্তাবনায় ও উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ক্ষুদ্র পরিসরে নিরপেক্ষ লোকজনের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন। বিচারক গণের মতামতের ভিত্তিতে সভাপতি রায় ঘোষনা করেন। এ সময় গ্রামবাসী আর কোনদিন গ্রাম্যদাঙ্গাসহ আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কাজে না জড়ানোর অঙ্গীকার করেন।
গতকাল রবিবার দিনব্যাপী চলমান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমীন চৌধুরী।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের লোকদের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছিল।