হবিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার রাজনগরের অনামিকা সেন্টার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম. ইসলাম তরফদার তনু’র ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের চৌধুরী সোহেল, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আলা উদ্দিন ও হারুনুর রশিদ হারুন, ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল হাই সানু, জেলা শ্রমিকদল নেতা লালন আহমেদ, কাউসার আহমেদ জাকির, শফিকুল ইসলাম সফিক, জেলা ছাত্রদল নেতা ইফতেখার তরফদার তারেক, আব্দুল কাদির, সদর উপজেলা শ্রমিকদলের নেতা আনিসুর রহমান সাগর, আমির আলী প্রমুখ।
এম. ইসলাম তরফদার তনু বলেন, বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এর ভয়াল থাবা এসেছে বাংলাদেশেও। এতে কর্মহীন হয়ে পড়েছে দেশের নানা শ্রেণী পেশার মানুষ। সকল কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে অন্ন তুলে দিতে নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাই পৌর এলাকার প্রায় ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি