কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল বিলালের

প্রথম পাতা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে আহত হওয়ার একদিন পর আতহার উদ্দিন বিলাল (১০) নামে ছোট্ট শিশুটি মারা গেছে। গতকাল সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিলাল উপজেলা সদরের মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে।
সে দারুল কোরআন টাইটেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। ইতোমধ্যেই আড়াই পাড়া মুখস্থ করেছে। চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট। স্থানীয়রা জানিয়েছেন, মা-বাবার বড় স্বপ্ন ছিল বিলাল কোরআনে হাফেজ হবে। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদরাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির ও স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় মসজিদের দ্বিতীয় তলায় বল নিয়ে খেলতে যায় বিলাল। বলটি ছাদের কার্নিশে আটকে গেলে, সেটি আনার চেষ্টা করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় সে। এতে তার হাত এবং পা ভেঙে যায়, গুরুতর আঘাত পায় বুকেও। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
এদিকে, গতকাল নামাজে জানাজা শেষে শিশু বিলালের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতী করেন তার বড় ভাই হাফেজ মাওলানা মুজাহিদ আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *