খোয়াইয়ে সংবাদ প্রকাশের জেরে খাবার পৌছালো বেদে পল্লীতে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রতিদিন চুলায় ভাতের হাঁড়িও চড়ে না হবিগঞ্জের বেদে পল্লীতে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীর জন্য খাবার পাঠিয়েছেন যুক্তরাজ্যের চেস্টার সিটি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আয়েশা আহমেদ।
গতকাল বুধবার বিকেলে খোয়াই নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর ১৩টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেয়াজ ও লবন। খাবার পেয়ে পরিবারগুলো আনন্দ প্রকাশ করেছে।
প্যাকেট নেয়ার সময় কর্মহীন সেলিনা আক্তার বলেন, করোনা পরিস্থিতির শুরুতে দু’দফায় যৎসামান্য খাবার পেলেও এলাকার ভোটার না হওয়ায় দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কেউ আমাদের খবর নেয়নি। অবশেষে খাবার পেয়ে পত্রিকা কর্তৃপক্ষ এবং বিচারক আয়েশা আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সম্প্রতি ‘প্রতিদিন চুলায় ভাতের হাঁড়িও চড়ে না হবিগঞ্জের বেঁদে পল্লীতে’ শিরোনামে দৈনিক খোয়াইয়ে খবর প্রকাশ হয়। এতে উঠে আসে সুবিধা বঞ্চিত এই মানুষগুলোর অসহায়ত্বের কথা। বিষয়টি নজরে এলে যুক্তরাজ্য থেকে যোগাযোগ করেন নারী ম্যাজিস্ট্রেট ও কবি আয়েশা আহমেদ। সংবাদের কয়েকদিনের মধ্যেই বেঁদে পল্লীতে খাবার পৌঁছালেন তিনি।
খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোঃ মামুন চৌধুরী, দৈনিক খোয়াইর ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান, বদরুল আলম, নজরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *