মোঃ মামুন চৌধুরী ॥ টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে। ফলে গতকাল বুধবার রাত পর্যন্ত খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। গত মঙ্গলবার রাত গভীর হওয়ার সাথে শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা, চরনূর আহাম্মদ, লেঞ্জাপাড়া, কলিমনগর, আলাপুরসহ কয়েকটি স্থানে বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে।
আতঙ্কগ্রস্ত লোকজন বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু নদীতে পানির স্রোত ও শব্দে লোকজন আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ভারতের ত্রিপুরা থেকে বয়ে আসা খোয়াই নদী চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জের পাশ দিয়ে চলে গেছে। বর্ষায় হঠাৎ এ নদীর গর্জন দেখা দেয়। গর্জনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন নদীপাড়ের লোকেরা। তবে ১৯৯৩ সালের পর নদী এবার সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে। কেউ কেউ বলছেন ১৯৮৮ সালের বন্যায়ও এত পানি দেখা যায়নি।
স্থানীয়রা জানান, কয়েকদিনের বৃষ্টিপাত ও নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পায়। এভাবে পানি বৃদ্ধি পেলে নদীপাড়ের লোকজনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।