স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছয় উপজেলায় ১৫ হাজার ৭৮৫টি পরিবারের ৬৩ হাজার ৮৪০ জন লোক এখনও পানিবন্দি। চারটি বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা লোকসংখ্যা নারী-শিশুসহ সাত শতাধিক। বন্যায় জেলা প্রশাসন ১২৫টি সরকারি প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করে। সেখানে সহশ্রাধিক লোক আশ্রয় নিলেও পানির বড় ধাক্কা চলে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন।
বন্যা কবলিত উপজেলাগুলো হল হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল।
হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমি রানী বল খোয়াইকে জানান, ৬৩ হাজার ৮৪০ জন লোক এখনও পানিবন্দি। ৯৩ জন শিশুসহ ৭২৮ জন লোক গতকাল পর্যন্ত বন্যা আশ্রয় কেন্দ্রে ছিলেন। সেখানে ২৬৯টি গবাদী পশুও আছে। জেলায় ১২৫টি বন্যা আশ্রয় কেন্দ্রের মধ্যে ৪টি চালু রয়েছে; এখনও ৪৯টি মেডিকেল টিমের মধ্যে ১৬টি কাজ করছে।
তিনি আরও জানান, গতকাল বন্যা কবলিতদের মাঝে সরকারিভাবে ১১৭ মেট্রিক টন চাল, ৮৩৩ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে চাহিদা বিতরণের জন্য আরও ত্রাণ মজুদ রয়েছে।