চুনারুঘাটের চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

শেষ পাতা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীর ২৪টি চা বাগানে কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো শ্রমিকরা সকল বাগানে একযোগে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করে। দুর্গাপূজার আগে বকেয়া বেতন, পূজার বোনাস প্রদান, মজুরী ৩শ টাকা করা এবং চুক্তি নবায়ন ও বাস্তবায়নের দাবীতে এ কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। আগামী পূজার পূর্বে দাবী না মানা হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা দেওয়া হবে বলেও জানানো হয়।
গতকাল শুক্রবার সকালে ভ্যালীর চান্দপুর, আমু, নালুয়া, পারকুল, দেউন্দিসহ বিভিন্ন বাগানে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নৃপেন পাল, সহ সভাপতি বিজলা কানু, আদিবাসী চা শ্রমিক ফোরামের সভাপতি স্বপন সাওতাল, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, সেক্রেটারি, বালিশিরা ভ্যালীর উপদেষ্টা সমর লাল চৌহানসহ ভ্যালীর নেতৃবৃন্দ ও স্থানীয় চা শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতি ২ বছর পর পর বাগান মালিকদের সাথে চুক্তি নবায়ন হয়। কিন্ত মেয়াদ শেষে আরো ২২ মাস অতিবাহিত হলেও মালিকপক্ষ চুক্তি নবায়ন না করে টালবাহানা করছে। মজুরী ১০২ টাকা থেকে বাড়িয়ে ৩শ’ টাকা করার জন্য বিগত ২২ মাস পূর্ব থেকে যে চুক্তি হওয়ার কথা ছিল তা এখনো বাস্তবায়ন হয় নি। বাংলাদেশ সরকারের মজুরী বোর্ডের সাথে ৫ বার বৈঠক হলেও এর কোনো সুফল হয়নি। বিশ্বের কোথাও এত স্বল্প আয়ের মজুরী নেই। করোনা কালীন সময়েও আমরা চা-বাগনের কাজ চালিয়ে গিয়েছি। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছি। কিন্তু ২২ মাস পার হলেও মালিক পক্ষ মজুরী বৃদ্ধি করছেন না। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দাবি মানা না হলে আমরা লাগাতার কর্মবিরতী পালন করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *