স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অনুমতি ছাড়া কীটনাশক বিক্রি প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গণেশপুর বাজারে ও পাইকপাড়া বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার।
অভিযানে অনুমতি ছাড়া মুদি দোকানে কীটনাশক বিক্রি করায় আলাই মিয়ার দোকান থেকে প্রায় ১০ বস্তা সার, ১৮ কেজি ম্যাগনেশিয়াম ও ৪ কেজি বালাইনাশক জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিককে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার দৈনিক খোয়াইকে জানান, বিক্রেতা অনুমতি ছাড়াই সার ও কীটনাশক বিক্রি করছিলে। মুদি দোকানে এ ধরনের পণ্য বিক্রি আইনগত ভাবে নিষিদ্ধ। তাই এগুলো জব্দ করে বিক্রেতাকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।