স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ বাজার এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’টি মেশিন আগুনে পুড়িয়ে ও ৫শ’ মিটার পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও ভোক্তা অধিকার আইন অমান্য করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানাও করেন তিনি।
অভিযানকালে ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ও চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয় থেকে বিরোধ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।