চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা রোড এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ ১০ টন পলিথিন জব্দ এবং পলিথিন সংরক্ষণের অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল র্যাবের সহযোগিতায় বাল্লা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। সে সময় ব্যবসায়ীর হেফাজতে থাকা ১০ টন বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে পলিথিন সংরক্ষণের অভিযোগে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
এদিকে, গত বৃহস্পতিবার উপজেলার দুধপাতিল মাজার সংলগ্ন মুড়িছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দৈনিক খোয়াইকে দুই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।