কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট থেকে ॥ ভারতীয় পাহাড়ি ঢল ও দেশে চলমান বর্ষণের পানিতে চুনারুঘাটের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।
নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো রাতজেগে পাহাড়া দিচ্ছিলেন।
রাত দশটায় চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল জলিলসহ লোকজন চৌপট, হাসেরগাঁও এবং গোলগাঁও গ্রামের পাশে নদীর বাঁধ পাহাড়া দিচ্ছিলেন।
এদিকে, বিভিন্ন স্থানে খোয়াই নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। কিছু রাস্তাঘাট তলিয়ে গেছে, পানিবন্দী গ্রামবাসী। গতকাল গাজীপুর, মিরাশী, রানীগাঁও, সাটিয়াজুরী ও শানখলা ইউনিয়ন ঘুরে এসব চিত্র দেখা গেছে।
সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দালুর রহমান জানান, তাঁর ইউনিয়নের কাজিরখিল, দারাগাঁও, কুনাউড়া, কৃষ্ণপুর, শাহপুর, সাটিয়াজুরী ও লতি বল্লভপুরসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকশ’ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার জানান, বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।