লাখাই প্রতিনিধি ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে দুর্নীতির দায়ে পদত্যাগ করা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপর ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে।
ছাত্রলীগ কর্মী স্বাধীন এর আগেও একবার কলেজে হামলা করেছিল। গতকাল রবিবার বহিরাগত লোকজন নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়।
এ ঘটনার পর কলেজের সহকারি অধ্যাপক মোঃ মুজিবুল হক নিরাপত্তা চেয়ে সেনাবাহিনীর নিকট লিখিত আবেদন জানান।
আবেদনে উল্লেখ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করেছেন। পরে ‘শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়ে গত ২২ আগস্ট জাবেদ আলী পদত্যাগ করেন।
এনিয়ে ক্ষুব্ধ কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী স্বাধীন গতকাল দুপুরে বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষকদের সঙ্গে অসদাচারণ করা হয়েছে। বহিরাগতদের হামলায় চার শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে একজনকে সেনাবাহিনী উদ্ধার করেছে।
কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর নির্দেশে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এর আগেও তিনি ছাত্রলীগ নেতা স্বাধীনকে ব্যবহার করে হামলার ঘটনা ঘটিয়েছেন। সে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করে। আমাদের দাবি উভয়কে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
প্রসঙ্গত, সাবেক অধ্যক্ষ জাবেদ আলীর আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ হলেও একাধিকবার তিনি প্রভাব খাটিয়ে পার পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-শিক্ষক আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।