স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারে উদ্যোক্তার বিরুদ্ধে জন্মনিবন্ধন ও নাম সংশোধনের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ভরপূর্ণি গ্রামের সাইফুল ইসলাম গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
এতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শেফু মিয়া সেবাপ্রার্থীদের নিকট থেকে জন্ম নিবন্ধন সনদে নাম সংশোধনের জন্য এফিডেভিট বাবত ১ হাজার ও অনলাইন ফি বাবদ দুইশ’ টাকা আদায় করেন। টাকা নেওয়ার পর এফিডেভিট না করেই আবেদন অনলাইনে দাখিল করা হয়।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ইউএনও নাহিদা সুলতানা জানান, তদন্তে অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।