জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম পাতা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরানের বিরুদ্ধে এক ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বার বার টাকা ফেরত চেয়ে না পেয়ে নিরুপায় হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী মোস্তাক খান চৌধুরী রুমেল। রুমেল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন আল আমিন ফার্মেসীর সত্ত্বাধিকারী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইমদাদুল হক ইমরান জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতিসহ নানা প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করে আসছেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি পূর্ব পরিচয় থাকার সুবাদে তেতৈয়া এলাকায় একটি বালু মহালে রুমেলকে ব্যবসার সাথে সম্পৃক্ততা করার প্রলোভন দেন। বিনিময়ে তিনি রুমেলের কাছে ১ লাখ ২৫ হাজার টাকা দাবী করেন। এতে রাজি হয়ে ওই দিনই ব্যবসায়ী রুমেল তাকে ৭৫ হাজার টাকা দেন। পরবর্তীতে গত ২ মার্চ অবশিষ্ট ৫০ হাজার টাকা নেন ইমরান। কিন্তু টাকা দেয়ার প্রায় মাস খানেক পেরিয়ে গেলেও ইমরান ওই রুমেলকে তার বালু ব্যবসার সাথে সম্পৃক্ত করেননি। তখন রুমেল তার টাকা ফেরত চাইলে নানা টালবাহানায় সময় ক্ষেপন করেন ইমরান। বার বার টাকা চাইলেও জেলা ছাত্রদল সভাপতি ওই ব্যবসায়ীকে ভয়ভীতি দেখান। এছাড়া তাকে প্রাণে হত্যার হুমকিও দেন। এমতাবস্থায় নিরুপায় হয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী। এ ব্যাপারে ব্যবসায়ী রুমেল জানান, আমি সরল বিশ্বাসে ব্যবসার জন্য জেলা ছাত্রদল সভাপতিকে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু সে ব্যবসা তো দূরের কথা এখন আমার আসল টাকাই ফেরত দিচ্ছে না। উল্টো সে নিজেকে জেলা ছাত্রদলের সভাপতি বলে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত জেলা ছাত্রদল সভাপতি ইমদাদুল হক ইমরানের সাথে দৈনিখ খোয়াই পত্রিকা থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *