মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে হাতি প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীক নিয়ে জালাল উদ্দিন রুমী পেয়েছেন ২৮ ভোট। এছাড়া বাকী দুই প্রার্থীর মধ্যে আব্দুল ওয়াহেদ টিউবওয়েল প্রতীক নিয়ে ১৪ ভোট ও আব্দুল মালেক মাদানী পান ৭ ভোট।
গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নির্বাচন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান, বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এ পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হয়।