জোড়া খুনের আসামী পালিয়েছিলেন সৌদিআরবে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় জোড়া খুনের মামলার আসামী বিদেশ থেকে ফিরে আসার পর বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান।
গ্রেপ্তার আজমান আলী বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
পুলিশ পরিদর্শক আবু হানিফ বলেন, “উপজেলার কুশিয়ারতলা গ্রামের বাসিন্দা আজমান আলীর সঙ্গে কাছম আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এনিয়ে গত ৮ এপ্রিল দুদফায় সংঘর্ষ হলে জাহাঙ্গীর মিয়া নামে একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ইছাক মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশসহ আরও ২০ জন আহত হয়েছিলেন।”
“পরে এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা এবং আরেকটি পুলিশ এসল্ট মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকে প্রধান আসামী আজমান আলী পলাতক ছিলেন।”
তিনি আরও বলেন, “আজমান আলী দেশ থেকে পালিয়ে সৌদিআরবে চলে যান। এ বিষয়ে বিমানবন্দরে পত্র দিলে গতকাল দেশে ফেরার পরই সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *