চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হত্যা মামলা দায়েরের কারণে দাফনের আড়াই মাস পর কবর থেকে জালাল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। গত রবিবার দুপুরে আদালতের আদেশে মরদেহটি উত্তোলন করা হয়। পুনরায় ময়না তদন্ত শেষে ওইদিনই মরদেহটি দাফন করা হয়েছে।
জানা যায়, জালাল মিয়া বড়মপুর গ্রামের হাজী মোঃ ছুুবান মিয়ার ছেলে। গত ৩০ জুলাই মারা যাওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশ জানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এরপর ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন তার পিতা। মামলাটি এফআইআরভুক্ত করতে বিচারক চুনারুঘাট থানাকে নির্দেশ দেন।
এরপর গত রবিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতেই মরদেহটি কবর থেকে উত্তোলণ করা হল। এ সময় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৈনিক খোয়াইকে জানিয়েছেন, মৃত জালাল মিয়া ১৪টি মামলার আসামী ছিলেন। গত ৩০ জুলাই তিনি এক ব্যক্তির দোকানে মারা যান। তখন ধারণা করা হয় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কিন্তু তার বাবার হত্যা মামলা দায়েরের পর এনিয়ে পুলিশ তদন্তে নেমেছে।