স্টাফ রিপোর্টার ॥ আগামী এক মাসের মধ্যে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবারো গণপূর্ত বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, বার বার সময় ক্ষেপন করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া সহ্য করা হবেনা। অতিদ্রুত সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
এসময় গণপূর্ত অধিদপ্তর হবিগঞ্জের উপ সহকারী প্রকৌশলী জানান, আগামী এক মাসের মধ্যে খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হবে।
সভায় জানানো হয়, হাসপাতালের সামনে যেসকল ফার্মেসী রয়েছে, তাদের নিয়োগকৃত ‘দালালের’ কারণে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সমস্যা হয়। এছাড়াও কিছু নারী ‘দালাল’ রোগী সেজে ওয়ার্ডে গিয়ে মানুষকে হয়রানী করেন। অনেক সময় সহায়তার নামে টাকা পয়সা হাতিয়ে নেন।
প্রতিমন্ত্রী তখন এ বিষয়ে ব্যবস্থা নিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুমিন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমুখ।
উল্লেখ্য এর আগে গত শনিবার খোয়াইয়ে ‘সদর হাসপাতালে খাবার পানির ব্যবস্থায় নেই কার্যকর উদ্যোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।