শিব্বির আহমেদ আরজু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় দুই ছেলের মারামারি থামাতে গিয়ে একজনের আঘাতে প্রাণ হারালেন তাদের মা। গত রবিবার দিবাগত শেষরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া খাতুন (৫৪) নামে ওই নারীর মৃত্যু হয়।
খোয়াইকে এ তথ্য জানিয়েছেন উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ এরশাদ আলী।
মৃত রাবেয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, রবিবার সকালে রাবিয়ার ছেলে রিপন মিয়া ও সিপন মিয়ার মধ্যে মারামারি হয়। রাবেয়া সেই মারামারি থামাতে এগিয়ে যান। এ সময় রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন তিনি।
পরে স্থানীয়রা ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু ঘটে। এদিকে, সোমবার সকালে খুনের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ নোয়াগাঁও গ্রামে যায়। ততক্ষণে পালিয়ে যায় মৃতের দুই ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, “দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।”