স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় ৩৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ শামসুল হকের (৪০) সন্ধান মিলেনি। গতকাল বুধবার রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা খোয়াইকে জানান।
গত মঙ্গলবার সকাল ১০টায় শামসুল হক খোয়াই নদীর উজান থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। ভেসে আসা একটি কাঠ ধরতে গিয়ে নদীতে স্রোতে ভেসে যান। এরপর থেকে খোঁজাখুজি অব্যাহত থাকলেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় শামসুল হকের পরিবারে শোকের মাতম চলছে; উৎকণ্ঠায় সময় পার করছেন আত্মীয়-স্বজন। শামসুল হক গাজীপুর ইউনিয়নে গোবরখোলা গ্রামের ওসমান মিয়ার ছেলে।
তাঁর পরিবারের সদস্যরা জানান, দিনমজুর শামসুল হকের বসতভিটা ছাড়া আর কোন সম্পদ নেই। পরিবারের সদস্যদের নিয়ে কষ্টেসৃষ্টে জীবন যাপন করতেন। দু’টি ছেলে সন্তান রয়েছে। একজনের বয়স ১০ বছর ও আরেকজন ১৮ মাসের। তাকে হারিয়ে স্ত্রী পাগল প্রায়।