নবীগঞ্জের চার নম্বর দীঘলবাক ইউনিয়নে নির্বাচনী হালচাল

শেষ পাতা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। তবে আরও প্রায় পাঁচ মাস বাকী থাকলেও এরই মাঝে নবীগঞ্জ উপজেলাজুড়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজ তুলে ধরা হল ৪নং দীঘলবাক ইউনিয়ন এর হালচাল ঃ
জানা গেছে, দীঘলবাক ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩ হাজার ১৯০ জন। এর মাঝে পুরুষ ১৭ হাজার ২৩১ এবং নারী ১৫ হাজার ৯৬৯ জন। ভোটার সংখ্যা মোট ১৯ হাজার ৪১৫ জন। এর মাঝে পুরুষ ৯ হাজার ৫৬৩ ও নারী ভোটার সংখ্যা ৯ হাজার ৮৫২ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী দীঘলবাক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আব্দুর রাশিদ চৌধুরী, দায়মুল্লাহ, লিপাই মিয়া, এরশাদ আলী, আবু শহিদ চৌধুরী, মোঃ আবু সাঈদ, মোঃ ছালিক মিয়া ও আবু সাইদ এওলা মিয়া।
আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, কন্ঠশিল্পী ও ইউনিয়নের আলোচিত সাবেক চেয়ারম্যান লিফাই মিয়ার পুত্র সিলেট স্বেচ্ছাসেবকলীগ নেতা রানা শেখ, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *