নবীগঞ্জে অনিয়ম করায় ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

শেষ পাতা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অনুমোদন ব্যতিত খাদ্য বান্ধব কর্মসূচি ও ভিজিডি’র কার্ডে সুবিধাভোগীর নাম পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ আলী চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। এতে বলা হয়েছে- জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে সুবিধাভোগীদের নাম পরিবর্তন এবং বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। যা স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। তার অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।
এর আগে সম্প্রতি এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছিলেন গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। তবে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সদস্য জাহেদ আলী চৌধুরী দৈনিক খোয়াইকে জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *