লাশের গায়ে লেখা ‘তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস’
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে তামান্না আক্তার (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে রতনপুর গ্রামের কাপ্তান মিয়ার মেয়ে।
তামান্নার মরদেহের একটি অংশে মেহেদি দিয়ে লেখা ছিল ‘তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস’। যে কারণে অন্য কারো সাথে সম্পর্কের জেরে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তামান্নার পরিবারের লোকজন তাঁর অচেতন দেহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. ইদ্রিছ আলম দৈনিক খোয়াইকে জানান, তামান্নার গলায় দাগ ছিল। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তামান্নার শরীরের একটি অংশে মেহেদী দিয়ে লেখা ছিল ‘তোর কারণে মরণ আমার, ক্ষমা করে দিস’। লেখার শেষে ছিল ইংরেজী বড় হাতের ‘এ’ অক্ষর। যে কারণে তাঁরা ধারণা করছেন অন্য কারো সাথে সম্পর্কের জেরে মেয়েটির মৃত্যু হয়ে থাকতে পারে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান দৈনিক খোয়াইকে জানান, কি কারণে তামান্নার মৃত্যু হয়েছে এ বিষয়ে পুলিশ এখনও শতভাগ নিশ্চিত হয়নি। এ নিয়ে তদন্ত চলছে।
Welldone