নবীগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ দোকানীকে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ দৈনিক খোয়াইয়ের সংবাদ প্রকাশের পর নবীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ৬ হাজার কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে পলিথিন বিক্রেতার কাছ থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়। স্থানীয় ইনাতগঞ্জ বাজারের ফজর স্টোর থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পলিথিনগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় র‌্যাব কর্মকর্তা আহমেদ নোমান জাকি ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মোঃ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।
সুমাইয়া মমিন দৈনিক খোয়াইকে জানান, সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইনাতগঞ্জের ফজর স্টোরে পলিথিন পাইকারী বিক্রি করা হচ্ছিল। এমন খবরে অভিযান চালানো হয়।
তখন সেখানে ৬ হাজার কেজি পলিথিন পাওয়া গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে। পলিথিন জব্দের পাশাপাশি দোকানী নাসিম আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *