মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অগ্রগতি নেই নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সড়ক পাকাকরণ কাজের। রয়েছে অনিয়মেরও অভিযোগ। এনিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গজনাইপুর ইউনিয়নের গদার বাজার থেকে ইউনিয়ন পরিষদ হয়ে দেওপাড়া শতক পর্যন্ত রাস্তা পাকাকরণে বরাদ্দ হয় ৫৪ লাখ ৪৭ হাজার ৯৬৪ টাকা। কাজটি পায় লাখাই উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান জেসান এন্টারপ্রাইজ। কাজ শুরু হয় ২০১৯ সালের ১৬ মে। শেষ হওয়ার কথা চলতি বছরের ২১ মে।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের নভেম্বরে নির্মান শুরু হয়। এরপর যেনতেনভাবে কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠে ঠিকাদারী প্রতিষ্ঠান। ৬ ইঞ্চি বালু ব্যবহারের নির্দেশনা থাকলেও সেখানে দেয়া হয় পাহাড় কাটার লাল মাটি। বিষয়টি এলাকায় প্রচার হলে তৎপর হয় প্রশাসন। এরপর নির্মাণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।
এদিকে, বৃষ্টির কারণে কাঁদা জমে গেছে সড়কটিতে। যে কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রায় ১৫ দিন পূর্বে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় শিশু সন্তানসহ এক নারী দুর্ঘটনায় আহত হন। এ নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ দৈনিক খোয়াইকে বলেন, প্রথমে বালু ফেলায় অনিয়ম করলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কথা শোনেনি। যে কারণে দেয়া হয়নি বিলও। এরপর থেকে এ পর্যন্ত কাজ বন্ধ রয়েছে। টেন্ডারটি বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে।