নবীগঞ্জে ৮৯ অসুস্থ রোগীকে সাড়ে চুয়াল্লিশ লাখ টাকার সরকারি সহায়তা

শেষ পাতা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৮৯ জনকে ৪৪ লাখ পঞ্চাশ হাজার টাকার এককালীন সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮৯ জনকে সনাক্ত করা হয়। প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৪৪ লাখ পঞ্চাশ হাজার টাকার এককালীন চেক দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *