নিত্যদিনই জরিমানা চলছে, তবুও জেলাজুড়ে ব্যবসায়ীরা বেপরোয়া

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যেক দিনই হবিগঞ্জের কোথাও না কোথাও জেলা, উপজেলা প্রশাসন আর ভোক্তা অধিদপ্তরের অভিযান চলছেই। এরপরও নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না ব্যবসায়ীদের। একদিকে জরিমানা করা হচ্ছে, অন্যদিকে আইন অমান্য করেই যাচ্ছেন ব্যবসায়ীরা।
প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলায় অভিযান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখন পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, টেস্টিং সল্ট ব্যবহার, পরিমাপে কম দেয়া এবং মূল্য তালিকা না থাকার প্রমাণ মেলে। এসব কারণে ওসমানীনগর রোডের অজিত রায়ের ফার্মেসীকে দুই হাজার, মিলন মেডিক্যাল হলকে আট হাজার, শেরপুর রোডের মা হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার ও তারিন সুইটমিটকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানিয়েছেন, অভিযানে মিলন মেডিকেল হল ও অজিত রায়ের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মা হোটেল এন্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং খাবারে টেস্টিং সল্টের ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া মূল্য তালিকা পাওয়া যায়নি তারিন সুইটমিটে। তিনটি প্রতিষ্ঠানই ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করেছে। এছাড়া মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ফেলবে। তাই তিনটি প্রতিষ্ঠানকে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *