নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে সহ্য করা হবে না

প্রথম পাতা

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। বহুমুখি চ্যালেঞ্জে টিকে থাকতে হলে প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্ম যদি জ্ঞান-বিজ্ঞান ও বহুমুখি শিক্ষায় এগিয়ে না যায়, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই প্রজন্মকে বহুমুখি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস পরিস্কার পরিচ্ছন্নতা রাখার প্রতি গুরুত্বারূপ করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতান্ত্রিক পন্থার নির্বাচনকে কেউ অবৈধভাবে বাধাগ্রস্ত করতে চাইলে তা সহ্য করা হবো না। প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু মত প্রকাশের নামে অগণতান্ত্রিক কোন কার্যকলাপ মেনে নেওয়া হবেনা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। কেউ যেন অশান্ত পরিবেশ তৈরি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
পোনা মাছ নিধনে নিষেধাজ্ঞার কথা বলে তিনি বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম হচ্ছে বানিয়াচং। এ অঞ্চলে মিঠা পানির সুস্বাধু মাছের ভা-ার রয়েছে। দয়া করে আপনারা কোনো পোনা মাছ খাবেন না। ক্রমাগত দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে বিদেশী মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাঙালির সংস্কৃতি ধরে রাখতে আমাদের উদ্যোগি হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালণায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *