স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে এক ভোটে পরাজিত প্রার্থী ভোট পুনঃগণনায় জয়লাভ করেছেন। গতকাল হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনালের সিনিয়র জজসহ কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট পুণঃগননার পর তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচিত ব্যক্তির নাম নুরুল হাসান। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা। ১ হাজার ২৯৬ ভোট পেয়ে নুরুল এখন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।
নুরুল হাসান জানান, ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনিসহ আরও ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার ওয়ার্ডে ২টি কেন্দ্র রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহপুর কেন্দ্র। রতনপুর কেন্দ্রের ফলাফল সিটে উপস্থিতি ভোটার সংখ্যা ২ হাজার ৭৩৭ এবং বাতিল দেখানো হয় ৮৫টি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের প্রাপ্ত ভোট ২ হাজার ৬৬২ আর বাতিল ৮৫ মিলে মোট হয় ২ হাজার ৭৪৭টি। যা সামঞ্জস্যহীন। এ কেন্দ্রে নির্বাচন কাজে জড়িত কর্মকর্তাদের সাথে অনৈতিক যোগসাজসে তাঁকে ১ ভোটের ব্যাবধানে পরাজিত দেখানো হয় বলে জানান নুরুল।
তিনি জানান, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা বরাবরে তাৎক্ষণিক ভোট পুনঃগণনার জন্য লিখিত আবেদন করি। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানাই। ২০২২ সালের ২ ফেব্রুয়ারী তারিখে নির্বাচন ট্রাইব্যুনাল জজ আদালত ও সিনিয়র সহকারি জজ আদালতে নির্বাচনী মোকদ্দমা করেছিলাম। গতকাল ট্রাইব্যুনাল পুনঃগণনা করে রায় দিয়েছেন।