পুলিশকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহবান

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার ৪৫ জন পুলিশ সদস্য প্রায় এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত থাকার পর কাজে যোগ দিয়েছেন। সেনাবাহিনীর ৩৬০ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকীর সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে থানার ওসি হিল্লোল রায়সহ পুলিশ সদস্যরা থানায় ফিরেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অতীতে যে ভুল হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া জরুরী। এটি শুধু পুলিশের জন্যেই নয়; প্রতিটি বাহিনীর জন্য শিক্ষা। শাসক হিসেবে নয়; মানুষের সঙ্গে মানুষ হিসেবে আচরণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যখন বিবেক কাজ করে নাÑ তখনই মানুষ দুর্ঘটনা ঘটায়। সবাইকে মনে রাখতে হবে আমরা কোন শাসক শ্রেণী না। আসুন আগের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমরা জনবান্ধব হই। দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। ভুলত্রুটি শুধরে নিতে পারলে পুলিশের ঐতিহ্য ফিরবে।’
তিনি আরও বলেন, ‘আমি সিনিয়র, আমার পাওয়ার বেশি, এসব মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যত দ্রুত আমরা পুনর্গঠিত হতে পারবোÑ তত দ্রুত দেশ ও জাতির কল্যাণ হবে, সেনাবাহিনীও ক্যান্টনমেন্টে ফিরে যাবে।’
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে পুলিশের আজকের এই পরিস্থিতির পেছনে নানা কারণ রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণে পুলিশকে আন্তরিকভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাহলে পুলিশ জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে। আজকে যারা যোগদান করেছেন বা যারা বাকী রয়েছেন সবাই সম্মিলিতভাবে জনগণের কল্যাণে কাজ করবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো।’
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকীকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন। মেজর মোঃ শাহিন আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বলেন, ‘দেশের পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। থানার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে শুরু হবে। জনগণের জান-মালরক্ষাসহ আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ফিরবে। এক্ষেত্রে সেনাবাহিনীসহ পুলিশ জনগণের পাশে থাকবে।
সকালে সরেজমিনে দেখা যায়, থানার সামনে উৎসুক লোকদের ভীড়। প্রবেশ ফটকের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা। পরিচয় নিশ্চিতের পর সেবাগ্রহীতাদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এ সময় সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *