স্টাফ রিপোর্টার ॥ পৈত্রিক বসতভিটা ভাগ করা নিয়ে দ্বন্দের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত নশেদ মিয়া (৪৫) ওই এলাকার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনায় তার ভাইয়ের স্ত্রী আহিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় নশেদ মিয়া ও তার বড় ভাই তফিক মিয়ার উপর তাঁদের ছোট ভাই জুহেদ মিয়া (৪০) হঠাৎ আক্রমণ করেন। প্রথমে নশেদের পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বড় ভাই তফিক মিয়া (৫০) ও নশেদ মিয়ার মেয়ে ফাহিমা আক্তারকে (১৬) এলোপাতাড়ি কুপিয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুপুর দেড়টায় বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে নশেদ মিয়ার মরদেহ উদ্ধার করেছে। পেটে ছুরিকাহত ফাহিমাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, তফিক মিয়া, নশেদ মিয়া ও জুহেদ মিয়া আপন তিন ভাই। সম্প্রতি জুহেদ বিদেশ থেকে ফিরলে পৈত্রিক ভিটা ভাগ করা নিয়ে বড় দু’জনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরেই জুহেদ হত্যাকান্ড ঘটিয়েছে।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম খোয়াইকে জানান, নশেদ মিয়ার মরদেহ সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জুহেদ মিয়ার স্ত্রী আহিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।