প্রচারণা শুরু করেছেন ইনাতগঞ্জ ইউনিয়নের প্রার্থীরা

শেষ পাতা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। তবে আরও প্রায় পাঁচ মাস বাকী থাকলেও এরই মাঝে নবীগঞ্জ উপজেলাজুড়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজ তুলে ধরা হল।
৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল ঃ
জানা গেছে, সপ্তদশ শতাব্দীর সিলেটের ফৌজদার ইনায়েত উল্লাহ খান প্রথম একটি ছোট দোকান দিয়েছিলেন আর তার নামানুসারে ইনাতগঞ্জ বাজারের নামকরণ করা হয়। যদিও ইনায়েতগঞ্জ এলাকা পূর্বে সোনাতিয়া নামে পরিচিত ছিলো। অন্যদিকে ইনাতগঞ্জ বাজার এক সময় এশিয়ার পাটের বাণিজ্য কেন্দ্র ছিল। বর্তমানের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় যে জায়গায়, সেই জায়গায় ছিল পাটের গুদাম। বড় বড় জাহাজ এসে ভীড়ত ইনাতগঞ্জ বাজারের কিনারে, তখনকার সময় মানুষ ওখান থেকে জাহাজে করে বিদেশ গমন করত।
এই ইউনিয়নের আয়তন ২২ বর্গ কি.মি.। ১৭টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়নটিতে গ্রামের সংখ্যা ৩৫ টি। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৫২৩ জন। এর মধ্যে নারী ৯৪৯৯ এবং পুরুষ ৯০২৭। ইনাতগঞ্জের করিমপুরে অবস্থিত প্রাকৃতিক সম্পদ ‘বিবিয়ানা গ্যাস ক্ষেত্র’।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছেন, জাহাবক্স, মোতাহের রহমান আক্কা, খালেদ আহমেদ পাঠান, মোতাহের রহমান আক্কা, মসুদ আহমেদ জিহাদী, মোঃ নাজমূল হোসেন, মোহাম্মদ আব্দুল বাতেন। ২০১৬ সালের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বজলুর রশিদ।
এবার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় লোকজনের মুখে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হলেন- বর্তমান চেয়ারম্যান বিশিষ্ট সালিশ বিচারক বজলুর রশিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, সাবেক চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী নজমুল ইসলাম নজরুল, ইংল্যান্ড প্রবাসী আওয়ামী লীগ নেতা ছায়েদুল হক জাহিদুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আজিজ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, তরুন ব্যবসায়ী নোমাইন হোসেন, ইংলান্ড প্রবাসী আকিকুর রহমান, ইংলান্ড প্রবাসী গোলাম কিবরিয়া, ইংল্যান্ড প্রবাসী আছাবুর রহমান জীবন, আবুল হাসান প্রিন্সসহ আরো অনেকেরই নাম শুনা যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মানুষের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *