স্টাফ রিপোর্টার ॥ “সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহিদ আহমেদ সজল ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে ইসরাত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সরকারী প্রত্যেক দপ্তরকে যে সকল তথ্য প্রচার যোগ্য তা ওয়েব পোর্টালে স্ব-প্রণোদিতভাবে প্রচার করতে হবে। এছাড়াও কেউ তথ্য চাইলে তা যদি প্রদান যোগ্য হয় তাহলে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মাঝেই তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেক অফিসে তথ্য প্রদানকারী কর্মকর্তার নেইম প্লেইট লাগানোর পাশাপাশি ওয়েব পোর্টালে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম ও মোবাইল নাম্বার হাল নাগাদ রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।