স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামে প্লাস্টিক জাতীয় বস্তায় চাল মোড়কজাতের অপরাধে একটি রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে উপজেলা প্রশাসনের এক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। তার সাথে চুনারুঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক খোয়াইকে জানিয়েছেন, প্লাস্টিক অথবা পলিথিন জাতীয় বস্তায় পন্য মোড়কজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু চুনারুঘাটের নয়ানী গ্রামে অবস্থিত ওই রাইস মিলটিতে প্লাস্টিক জাতীয় বস্তায় চাল মোড়কজাত হচ্ছিল। তাই তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।