আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীঞ্জ উপজেলায় আগের বিরোধ ও ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার জেরে দুই গোষ্ঠীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়। গতকাল রবিবার ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একপক্ষের বাড়িতে অপরপক্ষ হামলা-ভাংচুরও করেছে।
জানা গেছে, গত শনিবার রাতে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া নিয়ে দক্ষিণপাড়া গ্রামের সাগর মিয়া ও আকাশ মিয়া কথা তর্কে জড়ান। দু’পক্ষের নেতারা সালিশে বসেও এ ঘটনা নিষ্পত্তিতে ব্যর্থ হন।
পরে গতকাল রবিবার ভোরে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে থেকে একে অন্যের উপর টেটা-বল্লাম ও ইট-পাটকেলসহ নানা প্রকার দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে।
আকাশের পক্ষে জলসুখা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খেলু মিয়া ও সাগরের পক্ষে প্রাক্তণ পুলিশ সদস্য জাকির হোসেন নেতৃত্ব দেন।
সংঘর্ষ চলার সময় সাগরের পক্ষের লোকজন পিছু হটলে আকাশ পক্ষ প্রাক্তণ পুলিশ সদস্য জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
শেষের দিকে সংঘর্ষ মধ্যপাড়া গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষে দুপক্ষের শতাধিক লোক আহত হয়।
আহতদের মধ্যে রাহিস মিয়া (১৮) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ খোয়াইকে জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপক্ষে আগেরও বিরোধ ছিল। এর জের ধরে সংঘর্ষ হয়।