বানিয়াচংয়ে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৫ আগস্ট থানা ঘেরাও করে উপরিদর্শক (এসআই) সন্তোষ দাশ চৌধুরীকে (৩৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। এতে ৫ থেকে ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি নিজেই খোয়াইকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এলাতাবাসী জানায়, গত ৫ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪/৫ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন।
তখন চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। মোট মৃতের সংখ্যা হয় আট। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপপরিদর্শক সন্তোষকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে থানায় লুটপাট ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। পরদিন গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *