বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামে বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম মিয়া।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মুরুব্বীয়ান।
প্রধান অতিথির বক্তবে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, পুলিশ দাঙ্গা-হাঙ্গামা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কাজেই আপনারা দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে সুন্দর স্বাভাবিক জীবন যাপন করুন। সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রিম তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সর্বসাধরণকে আহবান জানানো হয়।
সভা পরিচালনা করেন বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মজলিশপুর মহল্লার মুরুব্বী ডাঃ উমেদ আলী। এতে চার শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। পরে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার।