শিব্বির আহমদ আরজু, বানিয়াং থেকে ॥ বানিয়াচংয়ে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিল প্রস্তাবক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
৪নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন।
এমপি আব্দুল মজিদ খান বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল আওয়ামী লীগ। কিন্তু কোভিড-১৯ এর কারণে সে প্রোগ্রামকে অনেক ছোট করে আনা হয়েছে। সরকার দেশকে সবুজের সমারোহ হিসেবে গড়ে তুলতে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছেন। সে সিদ্ধান্ত একযোগে সারাদেশে বাস্তবায়ন হচ্ছে।
উল্লেখ্য, এল আর সরকারি উচ্চবিদ্যালয় ও শরীফখানীসহ বিভিন্ন জায়গায় ২শ’ ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।