স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দিতে ৬৪ লাখ টাকা ব্যয়ে পাঁচ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান গতকাল এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। পরে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
মোঃ সরাজ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধর ও সাবেক ইউপি সদস্য নিশিকান্ত দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, বানিয়াচং পল্লীবিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইসমাত কামাল, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মজিদ খান বলেন, ১৯৭১ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা হত্যার মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নির্বংশ করতে চেয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় আমাদের মাঝে বেঁচে আছেন। এখনও ষড়যন্ত্রকারীরা ক্লান্ত হয়নি। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা বার বার গ্রেনেড হামলা চালিয়েছে এবং তার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।