স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় বৈধ কোন বালুমহাল নেই বলে ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি সরকারের জেলা ম্যাজিস্ট্রেসী পরীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইলাহী হবিগঞ্জের জেলা প্রশাসক ও সকল ম্যাজিস্ট্রেট বরাবর এক পত্র প্রেরণ করেন। অবৈধভাবে বালু উত্তোলন ও বিপনন রোধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয় এই পত্রে।
এরপরই বানিয়াচং উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। ঘোষণা দেয় উপজেলায় বৈধ কোন মহাল নেই। অবৈধ বালু উত্তোলন ও বিপনন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এতে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলাবাসীকে অনুরোধও করা হয়েছে।